সর্বশেষ সমাচার

মনের রঙ

.$posted_by. মোঃ শহর আলী 18.Sep.2021; 06:12:07

মনে আমার রঙ ধরেছে, গলায় যে সুর নাই

আবোল তাবোল ঢোলের তালে

সুর ছাড়া গান গাই।

 

শালিক ডাকে ঘরের পিছে ঘর যে আমার নাই

তাধিন তাধিন মনটা নাচে

মনে আমার রঙ ধরেছে

ঘরের চিন্তা নাই।

 

সাত রঙ রঙধনু হয় তিন রঙে হয় সবই

তাল ছাড়া বেতাল হয়ে


আরও পড়ুন : আজকে না হয় নাই হল
আরও পড়ুন : জল ছাড়া বৃষ্টি

আকার ছাড়া বেকার হয়ে

হলাম আমি কবি।

 

মনে আমার রঙ ধরেছে মনটা আমার নাই

মনের খোজে মনে মনে

ধান খেতে আর হিজল বনে

ঘুরিয়া বেড়াই।

এ বিষয়ে আরো খবর