সর্বশেষ সমাচার

জল ছাড়া বৃষ্টি

.$posted_by. মোঃ শহর আলী 16.Aug.2022; 11:39:45

জল ছাড়া বৃষ্টিতে ভেসে যাচ্ছে মাঠ

ধান ক্ষেত ফেটে চৌচির,

চাষীর গলা কাঠ।

বর্ষাকালে নামে বৃষ্টি দেখছি চিরকাল

জল ছাড়া বৃষ্টি নামে

হয়েছে অকাল।

আকাশ জুড়ে মেঘে ছুটেছে গণগনে উত্তাপ

অগ্নিঝরা সেই বৃষ্টিতে


আরও পড়ুন : আজকে না হয় নাই হল
আরও পড়ুন : মনের রঙ

নদীতে দিই ঝাপ।

বৃষ্টি নামে বৃষ্টি কোথা, এ যে চৈত্রের রোদ

বর্ষাকালে শস্য পুড়ে

বড়ই অদ্ভুত।

এ বিষয়ে আরো খবর