সর্বশেষ সমাচার

জীবন যুদ্ধের সময় যায়

.$posted_by. মোঃ শহর আলী 02.Oct.2020; 01:55:13

কি করিব হায়রে হায়-

সাজন ভোজন করতে আমার যুদ্ধের সময় চলে যায়।

মোবাইল ফোন টিপে আমার আঙুল হলো ব্যাথা,

সারা রাত্রি চলে মোবাইল ফুরোয় না আর কথা

ওর বলে কথা যথা তথা ধরে আমার মাথা

সময় আমার যায়রে চলে পড়রা সময় পাই কোথায়!

সাজন ভোজন করতে আমার যুদ্ধের সময় চলে যায়।

 

ফেইসবুকে সকাল বিকাল নতুন পোস্ট দিয়ে যাই

হাজার হাজার লাইক পড়ে, রাখার বস্তা কোথা পাই!

ফেইসবুকে সময় কাটে পড়ার সময় নাইরে নাই

এভাবেই বয়স বাড়ে শিকড় গাড়বো কোন যায়গায়!


আরও পড়ুন : আজকে না হয় নাই হল
আরও পড়ুন : জল ছাড়া বৃষ্টি

সাজন ভোজন করতে আমার যুদ্ধের সময় চলে যায়।

 

পার্কে ঘুর রাস্তায় ঘুরি প্রিয়জন মোর সাথী

রঙিন জীবনের লাগি প্রেমের মালা গাথি,

জেগে ঘুমাই কল্পনাতে করি মাতামাতি

পড়ার বইয়ে ময়লা পড়ে ঘুনে মাথার বিদ্যে খায়,

সাজন ভোজন করতে আমার যুদ্ধের সময় চলে যায়।

এ বিষয়ে আরো খবর