সর্বশেষ সমাচার

মেঘ আকাশ থেকে ঢলে পড়ো না

.$posted_by. মোঃ শহর আলী 21.Sep.2020; 03:13:52

ওগো মেঘ, তুমি আকাশ থেকে ঢলে পড়ো না।

সবার আছে মাথায় ছাতা,

গাছে থাকে নতুন পাতা,

আমার এখন টাক মাথা, রোদে বাঁচি না!

ওগো মেঘ, তুমি আকাশ থেকে ঢলে পড়ো না।

 

দক্ষিণা বাতাস আসিলে

তোমারে ঠেলে ঠেলে

উড়িয়ে যাবে চলে, সে ভয়ে বাঁচি না।

ওগো মেঘ, তুমি আকাশ থেকে ঢলে পড়ো না।

 

গগনে লাল সূর্য ভাসে

মরি আমি তার ত্রাসে


আরও পড়ুন : আজকে না হয় নাই হল
আরও পড়ুন : জল ছাড়া বৃষ্টি

আনন্দে শুধুই হাসে, মায়া করে না।

ওগো মেঘ, তুমি আকাশ থেকে ঢলে পড়ো না।

 

মাথার উপর পিতা মাতা

শিক্ষক গুরুজন ভ্রাতা

সরে যায় যথা তথা, কেউ থাকে না!

ওগো মেঘ, তুমি আকাশ থেকে ঢলে পড়ো না।

এ বিষয়ে আরো খবর