সর্বশেষ সমাচার

খন্ডিত জিহ্বা

.$posted_by. মোঃ শহর আলী 05.Jul.2019; 04:09:36

- শেখ ফিরোজ


একটি লাল ছবি হাতে  দিয়ে বললে,"এটি সাদা-কালো। "
আমি লাল-ই বললাম।
কেননা; কত লাল হলে একটি ছবিকে সাদা-কালো বলা যায়-
তা আমি শিখিনি আজও ;
লালে লাল মিশে হতে পারে কাজও !
 অলিক সত্য; লাল হতে পারে সাদা-কালো কোন একদিন।
হতে পারে-পৃথিবীর প্রেয়সীর চেয়ে রঙিন।
দক্ষিণ হতে পারে উত্তর ;নৈঋত -ঈশান,
নদীটাও হতে পারে-অচেনা সমুদ্র।
আত্নার শেষকৃত্যে যোগ দিতে পারে পাষন্ড দেহ !
তবুও লালকে সাদা বলা যায়না, প্রিয়তম ;
এ অপরাধ ক্ষম-পৃথিবীর বিশুদ্ধ  বিন্দুকে মস্তকে রেখে।
গ্যালিলিও কিংবা কোপার্নিকাস ;সে কথা ভিন্ন থাক্।
সে বদলের ইতিহাস ভিন্নই বটে।
তবে এই অতিথি সভ্যতায় বদলেরও বদল ঘটে-
মনুষ্য জিহ্বায় ভর করে।তাই, বড় বেশি ডর করে।
সাবধান,প্রিয়তম। বহু মনুষ্য জিহ্বা বের হলে দেখা যায় দ্বিখন্ডিত!
যখন তোমার সামনে সে সরীসৃপ নির্ভার দন্ডায়মান!


আরও পড়ুন : আজকে না হয় নাই হল
আরও পড়ুন : জল ছাড়া বৃষ্টি

এ বিষয়ে আরো খবর