সর্বশেষ সমাচার

তন্দ্রালু মন

.$posted_by. মোঃ শহর আলী 28.Jun.2019; 03:42:38

তন্দ্রালু মন ঘুমে ঢলে পড়ে,

পেলে ধাক্কা উঠে নড়ে চড়ে।

ঘুমাবি যখন ঘুমা না

কেন জাগার বাহানা?

মন বলে ঘুম তো নাই,

ঠেলা লাগাও কেন ভাই?

ওরে মন শোনরে শোন,

শন তো নয় কাশবন,

বেতের ঝোপের ধারে কাছে

সেথায় হিজল গাছ আছে,

ফুলের মালা ঝুলছে গাছে

ডিম পেড়েছে পাতি হাঁসে,

গাছের নিচে মাটি ফাঁকে

শিয়াল দিনে ঘুমিয়ে থাকেে,

এসব দেখে ঘুমোসরে মন


আরও পড়ুন : আজকে না হয় নাই হল
আরও পড়ুন : জল ছাড়া বৃষ্টি

ঘুমোস পরে ইচ্ছে মতন।

 

কলা পাতার উল্টো পাশে

ভরা শীতের মাঘ মাসে

ছড়া লিখবি কলম ছাড়াই

মিছে কেন করিস বড়াই-

তুই না কতো লেখতে পারিস!

আবার কেন ঘুমিয়ে পড়িস?

 

 

 

 

 

 

 

 

এ বিষয়ে আরো খবর