জঙ্গিদের নিশানায় বঙ্গবন্ধুর সমাধি: টুঙ্গিপাড়ায় ঝটিকা অভিযানের মহাপরিকল্পনা
সারাদেশে শয়তানের খোঁজ চলছে, ধরা পড়ল কত!
১০ নভেম্বর আওয়ামীলীগের বিক্ষোভ কর্মসূচী ঘোষনা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ‘কিশোর গ্যাং বলল আওয়ামীলীগ
এই আন্দোলন এখন নিরীহ মানুষ হত্যার বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন
১০ শতাংশ ভোটার কমাতে সক্ষম হয়েছে বিএনপি
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন: কেঁদে কেঁদে মিজান বললেন, ‘জাতির কাছে বিচার দিতে এসেছি’
এডিসি হারুনের পরিবার বিএনপি-জামায়াত: রাব্বানী
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন : সরগরম হয়ে ভারতের গণমাধ্যম
জঙ্গি নাটক সাজিয়ে পশ্চিমা বিশ্ব ও ভারতকে দেখাতে চায় সরকার: মির্জা ফখরুল
মোঃ শহর আলী 01.Jun.2019; 12:21:38
এই তো রাজ পথ।
এখানে সূর্যের প্রখরতা নামে প্রতি গ্রীষ্মে ;
প্রতি শীতে নামে শিশিরের কোমলতা।
এখানে মানবের অমানবিক মৃত্যু ঘটে
এখানে মানবিক জোৎস্না ফোটে চন্দ্র ছাড়াই।
এই তো রাজপথ;
জুঁই,চামেল, শিউলী বা পলাশ ফোটেনা
এখানে নুতন নুতন গল্প ফোটে,
এখানে ইতিহাস শিশু হামাগুড়ি দিয়ে
মৃত্যুকে করে অনায়াস আলিঙ্গণ
এখানে বার্ধক্যকে গিলে ফেলে যৌবন।
এখানে পাপের জন্ম;পাপ খেয়ে ফেলে
এখানে ইতিহাস ভেঙ্গে জন্ম নেয় ইতিহাস
রক্ত জমে গড়ে উঠে এপিটাফ
সভ্যতায় ছুড়ে দেয় নুতন শপথ
সঁপে দেয় তৃপ্তপ্রাণ;
জুঁই, চামেল, শিউলী বা পলাশের আর অভাব হয়না
অনায়াসে ছড়ায় ঘ্রাণ।
এই তো রাজপথ। আরও পড়ুন : আজকে না হয় নাই হল আরও পড়ুন : জল ছাড়া বৃষ্টি
এখানে তুমি আর আমি নিত্য খেলি
আশা নিরাশা, আলো আর আঁধার নিয়ে
স্বপ্ন খুন করে করি অবিনাশী নৃত্য
প্রজাকে জানাই নমস্কার আর রাজকেই বলি ভৃত্য।
এই তো রাজপথ
এখানে ধান ও বহ্নি ছাড়াই খই ফোটে
চতুর চাটুকারের নিষ্ঠুর ঠোঁটে।
তবুও সমাদৃত তাই। এখানে ভাইয়ের হাতে খুন হয় ভাই
তবুও রাজপথ চাই-
এসো,বৃক্ষ জন্মাই ;
সব কিছু ধুয়ে ফেলে-এসো,বৃষ্টি নামাই।
শেখ ফিরোজ
ভাঙ্গা, ফরিদপুর, বাংলাদেশ।