সর্বশেষ সমাচার

বিম্বিসা

.$posted_by. শেখ ফিরোজ 28.Apr.2019; 03:06:41

আমি কেমন আছি; কেউ একজন জানতে চাইলো।
চুপ থেকে ভাবলাম ভালোই তো আছি।

কিন্তু হারিয়ে গেছি দেয়ালের ছায়ায়;
আমার প্রেম, আমার অস্তিত্ব ঢাকা পড়ে গ্যাছে-
অন্ধকার কিংবা রোদ্দুর কায়ায়।

আমিতো এসেছি বহুকাল আগে-
হৃদয়ের শবদেহকে টেনে হিঁচড়ে
 নিয়ে এসেছি আমার নতুন ঠিকানায়।

স্মৃতির পিরামিডটা রেখে এসেছিলাম-
বোধ হয় সেখানে আজ স্যাঁত স্যাঁতে শ্যাওলা।
বিবর্ণ হয়ে গ্যাছে চকচকে সেই স্থাপত্য।


আরও পড়ুন : আজকে না হয় নাই হল
আরও পড়ুন : জল ছাড়া বৃষ্টি

যাঁরা দু'একবার দেখে আসবে-
তাঁরা এখন দিয়াশিলাই আর মোম হাতে নিয়ে আলো খুঁজে আলোতে।
নিজের কায়া খুঁজে ছায়াতে।

যাক,প্রশ্ন শুনে জেগে উঠলো স্মৃতির শবদেহ-
বললো-আজ ভীষণ ভালো আছি....

এ বিষয়ে আরো খবর