সর্বশেষ সমাচার

কিছু চাওয়া!

মোঃ আব্দুল মতিন 16.Sep.2022; 12:01:06

আমি চাই না কেউ আমাকে নিয়ে সারাদিন ব্যস্ত থাকুক।
আমি শুধু চাই সারা দিনের ক্লান্তি শেষে সন্ধ্যে হলেই নীড়ে ফেরা পাখির মতো আমার ঠিকানাতেই কেউ ফিরে আসুক।

আকাশচুম্বী ভালোবাসা আমার চাই না
আমি শুধু চাই আমার নির্ঘু্ম রাতগুলোতে কেউ একজন পরম স্পর্শে তার বুকে আমাকে জড়িয়ে নিক।
প্রচন্ড জ্বর গায়ে কপালে জলপট্টি না ছুঁইয়ে ঠোঁট ছুঁইয়ে দিক।

আমার প্রিয় ফুল কি
আমি কি খেতে পছন্দ করি
কিংবা কোন রং আমার প্রিয় এসব তার না জানলেও চলবে।
আমি শুধু চাই আমার কোন মন খারাপের মানে বাবা কে মনে পড়ছে,
কোন এড়িয়ে যাওয়া মানে আমার শরীর খারাপ
আমার কোন মেজাজ খারাপ মানে আমি কিছু নিয়ে চিন্তা করছি
এসব সে না বলতেই বুঝে যাক।

না না আমার হাসির জন্য তাকে রাজ্য জয় করে আনতে হবেনা
আমি শুধু চাই আমার চোখ কখনো জলে ভাসলে কেউ একজন আলতো আদরে আমার চোখ মুছিয়ে দিক।
আমার চোখের শব্দহীন অভিমানের ভাষাটুকু নিজে থেকেই বুঝে নিক।

আমার রাগ ভাঙানোর জন্য তাকে লোক দেখানো আধিখ্যেতা  না করলেও হবে।
আমি শুধু আমার মন খারাপে এমন একটা নির্ভরযোগ্য কাধ চাই
যে কাধে মাথা রাখলেই আমার এক আকাশ শান্তি লাগবে।

আমি তাকে বেহিসেবি ভালোবাসতে চাই।
এর বিনিময়ে তার কাছে সমপরিমাণ ভালোবাসা আমি দাবী করবো না।
আমি শুধু চাই ক্ষণিকের এই জীবনে আমৃত্যু তাকে ভালবাসার অধিকারটা সে যেন কেবল আমাকেই দেয়।

লেখিকা: অবন্তিকা(ছদ্মনাম)

আরো সাহিত্য