সর্বশেষ সমাচার

প্রসঙ্গ ব্রেক্সিট: সময় নিচ্ছেন থেরেসা মে

.$posted_by. মোঃ শহর আলী 14.Apr.2019; 02:13:49

ব্রেক্সিট নিয়ে এখনও সমস্যার সমাধান হল না। জট কাটাতে ফের বৈঠকে বসতে চলছে ইউরোপীয় ইউনিয়নের নেতারা। কারণ, ব্রেক্সিট নিয়ে সময় বাড়াতে চান ইংল্যান্ডের প্রধানমন্ত্রী থেরেসা মে।  ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ছেড়ে বেরিয়ে যাওয়ার কথা রয়েছে শুক্রবার মধ্যরাতে। কিন্তু এখনও দোটানায় পড়ে রয়েছে মে সরকার। তিনি চান ব্রেক্সিট নিয়ে সিদ্ধান্ত ১২ এপ্রিলের পরিবর্তে ৩০ জুন হোক। উদ্দেশ্য, চুক্তিহীন ব্রেক্সিট কার্যকরের ঝুঁকি এড়াতে বিচ্ছেদের জন্য সময়সীমা বাড়ানো।

এখন তাঁকে আরও কতটা সময় দেওয়া যায়,  কিংবা আদৌ দেওয়া যায় কি না, তা নিয়ে আলোচনা করতেই ব্রাসেলসে বৈঠকে বসছেন ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশের নেতারা। তবে শোনা যাচ্ছে, ব্রেক্সিট কার্যকর করার ক্ষেত্রে মেয়াদ আরও বাড়াতে চলেছে ইইউ। তবে এ ক্ষেত্রে আরও কিছু শর্ত জুড়ে দেওয়া হতে পারে।

ঘুরে ফিরে বল তাই ফের মে-র কোর্টেই। ইউরোপীয় নেতারা বৈঠকে বসার আগে কাল সেই কারণেই জোটের বড় দুই শক্তি জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকরঁর সঙ্গে বৈঠকে করেন তিনি। প্রথমে যান বার্লিনে এবং পরে প্যারিসে। তবে মে-র ব্রেক্সিট পিছনোর আর্জিতে ম্যার্কেল কিংবা মাকরঁ রাজি হয়েছেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। বরং জানা গিয়েছে, ম্যার্কেল-মে বৈঠক করলেও, জার্মানির বিরোধী দল ব্রিটেনের প্রধানমন্ত্রীর কাছে ব্রেক্সিট বাতিলের আহ্বান জানিয়েছে। প্রাথমিকভাবে ব্রিটেনের ইইউ থেকে বেরিয়ে যাওয়ার কথা ছিল ২৯ মার্চ।


আরও পড়ুন : সারাদেশে শয়তানের খোঁজ চলছে, ধরা পড়ল কত!
আরও পড়ুন : ১০ নভেম্বর আওয়ামীলীগের বিক্ষোভ কর্মসূচী ঘোষনা

এ বিষয়ে আরো খবর