জঙ্গিদের নিশানায় বঙ্গবন্ধুর সমাধি: টুঙ্গিপাড়ায় ঝটিকা অভিযানের মহাপরিকল্পনা
সারাদেশে শয়তানের খোঁজ চলছে, ধরা পড়ল কত!
১০ নভেম্বর আওয়ামীলীগের বিক্ষোভ কর্মসূচী ঘোষনা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ‘কিশোর গ্যাং বলল আওয়ামীলীগ
এই আন্দোলন এখন নিরীহ মানুষ হত্যার বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন
১০ শতাংশ ভোটার কমাতে সক্ষম হয়েছে বিএনপি
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন: কেঁদে কেঁদে মিজান বললেন, ‘জাতির কাছে বিচার দিতে এসেছি’
এডিসি হারুনের পরিবার বিএনপি-জামায়াত: রাব্বানী
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন : সরগরম হয়ে ভারতের গণমাধ্যম
জঙ্গি নাটক সাজিয়ে পশ্চিমা বিশ্ব ও ভারতকে দেখাতে চায় সরকার: মির্জা ফখরুল
আজমল হোসেন 23.Jan.2019; 02:29:27
মিরসরাইয়ে আলোর ফেরিওয়ালার কার্যক্রম শুরু হয়েছে। চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর মিরসরাই জোনাল অফিসের উদ্যোগে মঙ্গলবার (২২ জানুয়ারি) দুপুরে এ কার্যক্রমের মাধ্যমে ঘরে বা প্রতিষ্ঠানে বসেই তাৎক্ষণিক বিদ্যুৎ সংযোগ পাচ্ছেন গ্রাহকরা।
বিদ্যুৎ বঞ্চিত গ্রাহকরা নিরাপত্তা জামানত (ফেরতযোগ্য) দিলে দ্রæতই বিদ্যুতের মিটারসহ সংযোগ পাওয়ায় এলাকার মানুষের মাঝে এ কার্যক্রম ব্যাপক সাড়া ফেলেছে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর মিরসরাই জোনাল অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা ভ্যানে করে মিটার, সার্ভিস তার, বোর্ড ও সংযোগের প্রয়োজনীয় আবেদন ফরমসহ উপজেলার পূর্ব দুর্গাপুর, ঘড়িয়াইশ ও শ্রীপুর এলাকায় প্রায় ১৬টি মিটার স্থাপন করেন।
উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পূর্র্ব দুর্গাপুর গ্রামের ৮নং ওয়ার্ডের নতুন বিদ্যুৎ লাইন পাওয়া গ্রাহক শেফালী বেগম জানান, গত ৩০ বছর ধরে আমাদের ঘরে কোন বিদ্যুৎ সংযোগ ছিল না। আলোর ফেরিওয়ালায় আবেদন করার সাথে সাথে আমার ঘরে মিটার স্থাপন সহ অল্পসময়ের মধ্যে বিদ্যুৎ সংযোগ পাই।
চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সীতাকুন্ড জোনাল অফিসের জিএম শাহ জুলফিকার হায়দার জানান, হাটাহাজারি, সীতাকুন্ড উপজেলার শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রম শেষ হয়েছে এবং মিরসরাই উপজেলার শতভাগ বিদ্যুতায়নের কার্যক্রম আগামী ২মাসের মধ্যে শেষ হবে।
মিরসরাই জোনাল অফিসের ডিজিএম ইঞ্জিনিয়ার গোলাম আহম্মদ জানান, চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সিস্টেম লস বর্তমানে সিঙ্গেল ডিজিটে রয়েছে এবং এ ধারা অব্যাহত রাখা চেষ্টা চলছে। অত্র সমিতির বকেয়ার মাস এক মাসের নিচে রয়েছে। শতভাগ বিদ্যুতায়নের কার্যক্রম আগামী ২মাসের মধ্যে সম্পন্ন হবে। উক্ত কাজ ত্বরাণি¦ত করার জন্য বর্ণিত আলোর ফেরিওয়ালা কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন এজিএম শফিকুল ইসলাম, জুনিয়র ইঞ্জিনিয়ার আলী আকবর, ওয়ারিং পরিদর্শক গৌতম চন্দ্র রায় চৌধুরী, লাইন টেকনেশিয়ান আব্দুল খালেক, লাইন ম্যান দিদার হোসেন প্রমুখ।
আলোর ফেরিওয়ালা কার্যক্রম ৫ জানুয়ারি থেকে শুরু হয়ে মিরসরাই অঞ্চলে শতভাগ না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।আরও পড়ুন : সারাদেশে শয়তানের খোঁজ চলছে, ধরা পড়ল কত! আরও পড়ুন : ১০ নভেম্বর আওয়ামীলীগের বিক্ষোভ কর্মসূচী ঘোষনা