জঙ্গিদের নিশানায় বঙ্গবন্ধুর সমাধি: টুঙ্গিপাড়ায় ঝটিকা অভিযানের মহাপরিকল্পনা
সারাদেশে শয়তানের খোঁজ চলছে, ধরা পড়ল কত!
১০ নভেম্বর আওয়ামীলীগের বিক্ষোভ কর্মসূচী ঘোষনা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ‘কিশোর গ্যাং বলল আওয়ামীলীগ
এই আন্দোলন এখন নিরীহ মানুষ হত্যার বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন
১০ শতাংশ ভোটার কমাতে সক্ষম হয়েছে বিএনপি
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন: কেঁদে কেঁদে মিজান বললেন, ‘জাতির কাছে বিচার দিতে এসেছি’
এডিসি হারুনের পরিবার বিএনপি-জামায়াত: রাব্বানী
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন : সরগরম হয়ে ভারতের গণমাধ্যম
জঙ্গি নাটক সাজিয়ে পশ্চিমা বিশ্ব ও ভারতকে দেখাতে চায় সরকার: মির্জা ফখরুল
মোঃ শহর আলী 17.Jan.2019; 11:31:34
আমাদের দেশের মফস্বল ও গ্রামের হাসপাতাল গুলোতে চিকিৎসকদের অনুপস্থিতি একটি বড় সমস্যা। ভারতের বিভিন্ন রাজ্যে এই সমস্যা আরও জোরদার। তাই চিকিৎসকদের অনুপস্থিতির হার কমাতে অভিনব পন্থা অবলম্বন করল ভারতের উত্তর প্রদেশের স্বাস্থ্য দফতর।
সম্প্রতি সে রাজ্যের বিভিন্ন হেলথ সেন্টারগুলির চিকিৎসকদের নতুন নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দফতর। সেই নির্দেশে অনুসারে, হাজিরার প্রমাণ দিতে রোগীর সঙ্গে সেলফি তুলে পাঠাতে হবে। কর্মদিবসের কোনও একদিন সেলফি না পাঠালে, সে দিনের বেতন কাটা যাবে। পাশাপাশি শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হবে।
১৫ টি কমিউনিটি হেল্থ সেন্টার ও ৪৩টি পাবলিক হেল্থ সেন্টারের চিকিৎসকদের প্রাথমিকভাবে এই নির্দেশ পাঠানো হয়েছে। সে রাজ্যের স্বাস্থ্য দফতরের দাবি চিকিৎসকদের উপস্থিতির হার বাড়াতেই এই পদক্ষেপ।
বেশ কিছুদিন ধরেই সরকারি স্বাস্থ্যকেন্দ্রগুলিতে চিকিৎসকদের অনুপস্থিতি নিয়ে অভিযোগ জমা পড়ছিল আগ্রার ডিভিশনাল কমিশনার অনিল কুমারের কাছে। এমনকি, চিফ মেডিক্যাল অফিসার বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে পরিদর্শনে গিয়েও দেখা পাননি চিকিৎসকদের। তারপর ১১ জানুয়ারি ডিভিশনাল অফিসার স্বাস্থ্য দফতরের আধিকারিকদের জন্য এই নির্দেশ বলবত্ করার আদেশ দেন।আরও পড়ুন : সারাদেশে শয়তানের খোঁজ চলছে, ধরা পড়ল কত! আরও পড়ুন : ১০ নভেম্বর আওয়ামীলীগের বিক্ষোভ কর্মসূচী ঘোষনা
হোয়াটসঅ্যাপে ছবি পাঠিয়ে উপস্থিতির প্রমান দেওয়ার পাশাপাশি সকাল ১০ টার মধ্যে হেল্থ সেন্টার উপস্থিত থাকতে হবে চিকিৎসকদের। প্রতিদিন বিকেল ৪টে পর্যন্ত ডিউটি করতে হবে তাঁদের। আপদকালীন পরিস্থিতিতে সন্ধ্যা অবধি থাকারও নির্দেশ দেওয়া হয়েছে ওই বিজ্ঞপ্তিতে।
সূত্র : আনন্দবাজার