সর্বশেষ সমাচার

মিরসরাইয়ে ডাকঘর বুড়া হুজুরের ওরস মোবারক ও মাহফিল শুরু শুক্রবার

.$posted_by. আজমল হোসেন 17.Jan.2019; 05:37:59

বিজ্ঞপ্তি: মিরসরাইয়ের হযরত শাহ্ ছুফী আলহাজ্ব মাওলানা নূর আহমদ (রহঃ) প্রকাশ ডাকঘরের বুড়া হুজুরের ৬০তম বার্ষিক ইছালে ছাওয়াব মাহফিল ও ওরস মোবারক অনুষ্ঠিত হবে। শুক্রবার (১৮ জানুয়ারি) বিকেল থেকে শুরু হয়ে পরদিন শনিবার সকালে শেষ হবে। 


মাহফিলে ওয়াজিন হিসেবে উপস্থিত থাকবেন সীতাকুন্ড আলিয়া কামিল মাদ্রাসার প্রাক্তন মুহাদ্দিস হযরত মাওলানা হোছাইন আহাম্মদ, ফেনী আলিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আলহাজ্ব এ.একে.এম আতিকুর রহমান, সুফিয়া নূরীয়া মাদ্রাসার অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা রেজাউল হক নিজামী, মাহফিল পরিচালনা কমিটির সার্বিক তত্তাবধায়ক ও ডাকঘর দাখিল মাদ্রাসার সুপার হযরত মাওলানা এম.এ কাশেম, মাহফিল পরিচালনা কমিটির সভাপতি মাওলানা ইসহাক নিজামী, যুবাইদীয়া মহিলা আলিম মাদ্রাসার আরবী প্রভাষক মাওলানা হারুন-অর-রশিদ, পন্থিছিলা মাদ্রাসার শিক্ষক মাওলানা ওসমান গনি, জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সিরাজুল ইসলাম, বড়দারোগাহাট উচ্চ বিদ্যালয়য়ের হেড মাওলানা মাওলানা শিহাব উদ্দিন ও ডাকঘর দাখিল মাদ্রাসা শিক্ষক মাওলানা নুরুল ইসলাম। 


আরও পড়ুন : সারাদেশে শয়তানের খোঁজ চলছে, ধরা পড়ল কত!
আরও পড়ুন : ১০ নভেম্বর আওয়ামীলীগের বিক্ষোভ কর্মসূচী ঘোষনা


মাহফিল ও ওরসে সকল ধর্মপ্রাণ মুসলমানদের উপস্থিত হওয়ার অনুরোধ করেছেন ওরস পরিচালনা কমিটির আহবায়ক অতিরিক্ত পুলিশ সুপার (অবঃ) আলহাজ্ব মোহাম্মদ আমিন।
 

এ বিষয়ে আরো খবর