জঙ্গিদের নিশানায় বঙ্গবন্ধুর সমাধি: টুঙ্গিপাড়ায় ঝটিকা অভিযানের মহাপরিকল্পনা
সারাদেশে শয়তানের খোঁজ চলছে, ধরা পড়ল কত!
১০ নভেম্বর আওয়ামীলীগের বিক্ষোভ কর্মসূচী ঘোষনা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ‘কিশোর গ্যাং বলল আওয়ামীলীগ
এই আন্দোলন এখন নিরীহ মানুষ হত্যার বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন
১০ শতাংশ ভোটার কমাতে সক্ষম হয়েছে বিএনপি
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন: কেঁদে কেঁদে মিজান বললেন, ‘জাতির কাছে বিচার দিতে এসেছি’
এডিসি হারুনের পরিবার বিএনপি-জামায়াত: রাব্বানী
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন : সরগরম হয়ে ভারতের গণমাধ্যম
জঙ্গি নাটক সাজিয়ে পশ্চিমা বিশ্ব ও ভারতকে দেখাতে চায় সরকার: মির্জা ফখরুল
মোঃ আব্দুল মতিন 10.Aug.2022; 12:00:51
চিকিৎসক পরীমনির সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় দিয়েছিলেন ২৮ আগস্ট। প্রথমবারের মতো মায়ের স্বাদ গ্রহণ করবেন পরীমনি, আর বাবা হবেন রাজ। দুই সপ্তাহের বেশি সময় আগে পুত্রসন্তানের বাবা-মা হলেন রাজ ও পরীমনি। বুধবার বিকেল ৫টা ৩৬ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে সন্তানের জন্ম হয়। তার আগে বিকেল চারটায় হাসপাতালে ভর্তি হন পরী। বর্তমানে মা ও সন্তান সম্পূর্ণ সুস্থ আছেন।
হাসপাতালে পরীর পাশেই আছেন তাঁর স্বামী অভিনেতা শরীফুল রাজ। দারুণ খুশি এই অভিনেতা। উচ্ছ্বসিত কণ্ঠে রাজ বলেন, ‘আমি এখন হাসপাতালে। পরী ও বাচ্চাকে এখন অপারেশন থিয়েটার থেকে সরিয়ে পাশেই একটা বিশেষ কেবিনে রাখা হয়েছে। আমি বাইরে অবস্থান করছি। ডাক্তার বলেছেন, সন্তান ও মা দুজনই সুস্থ আছেন। আমাদের সন্তান সুস্থভাবে পৃথিবীতে এসেছে, এটাই বড় ব্যাপার। ওপরওয়ালার কাছে শুকরিয়া। এই মুহূর্তে আমার ভালো লাগার ভাষা বলতে পারব না।’
একদিকে পরপর দুটি সিনেমা মুক্তি পেয়েছে রাজের। দুটি সিনেমাই হলে ঝড় তুলেছে। দারুণ সুখের সময় যাচ্ছিল তাঁর। আর আজ সেই সুখ দ্বিগুণ বাড়িয়ে দিয়ে ঘর আলো করে তাঁদের সন্তান পৃথিবীতে এল।
রাজ বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে তো আপনারা সবাই দেখেছেন পরীমনির অবস্থা আর আমার অবস্থা। আমার দুটি সিনেমা প্রেক্ষাগৃহে। পরীমনিকে সময় দেওয়ার পাশাপাশি সিনেমার প্রচার করেছি। কিন্তু আমার সারাক্ষণ মন পড়ে থাকত পরীমনির দিকে। কখন কী হয়। কারণ, চিকিৎসক সন্তান জন্মের সময় দিয়েছিলেন ২৮ আগস্ট। আমরা জানতাম, তারিখ ঠিক না–ও থাকতে পারে। সময়ের আগে বা পরেও ডেলিভারি হয়ে যেতে পারে। আগেই হয়ে গেল। সন্তান ও সন্তানের মায়ের জন্য আপনারা দোয়া করবেন।’আরও পড়ুন : সারাদেশে শয়তানের খোঁজ চলছে, ধরা পড়ল কত! আরও পড়ুন : ১০ নভেম্বর আওয়ামীলীগের বিক্ষোভ কর্মসূচী ঘোষনা
‘গুণিন’ সিনেমায় কাজ করতে গিয়ে রাজের সঙ্গে তাঁর প্রথম দেখা হয়। সেই দেখার মাত্র সাত দিনের মাথায় গোপনে বিয়ে করেন তাঁরা। তারিখটা ছিল ২০২১ সালের ১৭ অক্টোবর। শরীফুল রাজ ও পরীমনির বিয়ের ঘটক ছিলেন পরিচালক গিয়াস উদ্দিন সেলিম। আর উকিল বাবা ছিলেন রেদওয়ান রনি। এই দুজনের চেষ্টায় চার হাত এক হয়। চলতি বছরের ১০ জানুয়ারি জানা যায়, পরীমনি মা হতে চলেছেন।
সূত্র: প্রথম আলো