সর্বশেষ সমাচার

ইসরায়েলের বন্ধুর পক্ষই নিল বিএনপি

.$posted_by. তাহসিনা তাবাসসুম 04.Mar.2022; 08:13:15

আগ্রাসী ইহুদী রাষ্ট্র ইসরায়েলের শুভাকাঙ্ক্ষী ও বন্ধু ইউক্রেনের জেলেনস্কির পক্ষ নিয়েছে বাংলাদেশের দ্বিতীয়তম বিরোধী দল বিএনপি।

[১] ইউক্রেনের ওপর রাশিয়ার আক্রমণে বাংলাদেশের অবস্থান ‘জাতিসংঘ সনদের পরিপন্থি’ বলছে বিএনপি।
[২] ‘বাংলাদেশ সরকারের কর্মকান্ডে এটাই প্রতীয়মান হয় যে, সরকার নতজানু পররাষ্ট্রনীতি অনুসরণ করছে যা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকিতে ফেলছে।

[৩] শুক্রবার গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই সংবাদ সম্মেলন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। তিনি বলেন, ‘ এই আক্রমনকে ইউক্রেনের উপর চাপিয়ে দেয়া যুদ্ধ এবং তার স্বাধীনতা সার্বভৌমত্বের সুস্পষ্ট লংঘন বলে মনে করে বিএনপি।

[৪] মির্জা ফখরুল বলেন, বিএনপি জাতিসংঘের নেতৃত্বে গণতন্ত্র ও মানবাধিকার রক্ষার পক্ষে প্রবাহমান বিশ্বজনমত ও মূল্যবোধের পক্ষে বিশ্বের সকল শক্তিকে সুদৃঢ় অবস্থান গ্রহনের প্রত্যাশা ব্যক্ত করছে।

[৫] যুদ্ধরত দুই দেশের চলমান আলোচনার ধারাবাহিকতায় যুদ্ধ বন্ধ করে অবিলম্বে শান্তি ফিরিয়ে আনার জন্য সংশ্লিষ্ট সকল পক্ষের প্রতি বিএনপি উদাত্ত্ব আহবান জানাচ্ছে।


আরও পড়ুন : সারাদেশে শয়তানের খোঁজ চলছে, ধরা পড়ল কত!
আরও পড়ুন : ১০ নভেম্বর আওয়ামীলীগের বিক্ষোভ কর্মসূচী ঘোষনা

[৬] গত ৭ দিন ধরে ইউক্রেন যুদ্ধে রাশিয়ার ‘অমানবিক’ আক্রমনে ১০ লাখ মানুষ উদ্বাস্ত এবং শত শত নিরিহ ইউক্রেনবাসীর সঙ্গে একজন বাংলাদেশী নাবিক নিহত হওয়ার ঘটনায় গভীর শোক ও উদ্বেগ প্রকাশ করে ইউক্রেন যুদ্ধে দলের অবস্থান পরিস্কার করেন মহাসচিব।

উল্লেখ্য ইসরায়েল যখন গাজায় মুসলিমদের উপর বোমা বষণ করে তখন এই জেলেনস্কি ইসরায়েলকেই ভিকটিম বলেছিল।

রাশিয়ার সহযোগিতায় বাংলাদেশে পারমানবিক চুল্লি স্থাপনের কাজ চলছে। এমন সময় রাশিয়ার বিরুদ্ধে বিএনপির অবস্থানকে ভিন্নচোখে দেখছে দেশের বিশেষজ্ঞরা।

 

সূত্র: আমাদের সময়

এ বিষয়ে আরো খবর