জঙ্গিদের নিশানায় বঙ্গবন্ধুর সমাধি: টুঙ্গিপাড়ায় ঝটিকা অভিযানের মহাপরিকল্পনা
সারাদেশে শয়তানের খোঁজ চলছে, ধরা পড়ল কত!
১০ নভেম্বর আওয়ামীলীগের বিক্ষোভ কর্মসূচী ঘোষনা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ‘কিশোর গ্যাং বলল আওয়ামীলীগ
এই আন্দোলন এখন নিরীহ মানুষ হত্যার বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন
১০ শতাংশ ভোটার কমাতে সক্ষম হয়েছে বিএনপি
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন: কেঁদে কেঁদে মিজান বললেন, ‘জাতির কাছে বিচার দিতে এসেছি’
এডিসি হারুনের পরিবার বিএনপি-জামায়াত: রাব্বানী
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন : সরগরম হয়ে ভারতের গণমাধ্যম
জঙ্গি নাটক সাজিয়ে পশ্চিমা বিশ্ব ও ভারতকে দেখাতে চায় সরকার: মির্জা ফখরুল
তাহসিনা তাবাসসুম 26.Feb.2022; 09:00:53
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা সার্চ কমিটির বৈঠকে যাননি। তবে ইসি গঠনে তার প্রস্তাব লিখে পাঠিয়েছিলেন, সেখানে নতুন সিইসি কাজী হাবিুল আউয়ালের নাম ছিলো।
[৩] তিনি বলেন, †সরকার বহুদিন পর একটা ভালো কাজ করেছে। বিএনপিসহ সব দলকে মেনে নেওয়ার আহ্বান জানিয়ে জাফরুল্লাহ বলেন, সবাই যদি সাপোর্ট করি, হয়তো একটা ভালো গণতন্ত্র, নির্বাচন পাবো। নতুন সিইসির মেরুদণ্ড শক্ত, তিনি আমাদের ভবিষ্যত টি এইচ সেশন।
[৪] তার উচ্ছসিত প্রতিক্রিয়া, কংগ্রাচুলেশনস! গভর্নমেন্টের সুমতি হয়েছে। সঠিক লোককে নির্বাচিত করেছেন। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ।
[৫] তবে সরকারের দায়িত্ব এখনো শেষ হয়নি। সরকারের উচিত এখন তাকে পূর্ণভাবে সহযোগিতা করা। কোনো কাঁটা না বিছিয়ে তাকে তার মতো কাজ করতে দিতে হবে।
[৬] তিনি বলেন, কাজী হাবিবুল আউয়াল একজন সাহসী ও দৃঢ়চেতা সজ্জন মানুষ। তার পিতা আইজি প্রিজন ছিলেন, তার লোভ ছিলো না। হাবিবুল আউয়ালও তাই। তাকে ভালো বলছি তার চারিত্রিক দৃঢ়তার জন্য।
[৭] তিনি যখন প্রতিরক্ষা সচিব ছিলেন, দেখলেন ক্যান্টনমেন্ট ১৯৭২ সালের দরে বিদ্যুৎ বিল দিচ্ছে। তিনি বললেন, নাগরিকদের সঙ্গে আর্মির এই ব্যবধান থাকা উচিত না। আর্মিকে সাপোর্ট দিতে হবে। তাকে রেশনিং দাও, তাকে সাবসিডি দাও। কিন্তু বিদ্যুৎ বা যে কোনো পাবলিক সাপোর্টের দর এক থাকতে হবে। প্রতিরক্ষা সচিব হয়ে এই জাতীয় প্রস্তাব করতে পারাটা বিশাল ব্যাপার।
[৮] ওনার সাথে দীর্ঘদিন দেখা নাই, সাক্ষাত নাই, আলাপও নাই। আমি মনে করেছি ওনার নামটা প্রস্তাব করা দরকার, করেছি। আমি সার্চ কমিটিতে বলেছি, জজ সাহেব, আপনাদের অনেকের কোমরে শক্তি নাই। কিন্তু এই ভদ্রলোকের সততা আছে, সাহসী ও ন্যায়বান। আমি মনে করি উনি আগের মতোই আছেন। ওনাকে দিলে আস্থা রাখা যাবে। তিনি গণতন্ত্রের পথে দেশকে নিয়ে যেতে পারবেন। জনগণকে ভোট কেন্দ্রে আনতে পারবেন।আরও পড়ুন : সারাদেশে শয়তানের খোঁজ চলছে, ধরা পড়ল কত! আরও পড়ুন : ১০ নভেম্বর আওয়ামীলীগের বিক্ষোভ কর্মসূচী ঘোষনা
[৯] বিএনপির মেনে নেওয়া উচিত। বিএনপিকে আহ্বান করছি, হি ইজ দ্য ফিটেস্ট পারসন। ওনাকে মেনে নিতে পারেন। উনি অন্যের কথায় নাচবেন না। ওনার বিবেক যেটা বলে, সেটাই করবেন। আই থিংক হি ইজ ফিউচার টি এইচ সেশন।
[১০] ভারতের যে চিফ ইলেকশন কমিশনার ছিলেন, টি এইচ সেশন, একবার সাক্ষাতে তিনি আমাকে বলেছিলেন, নির্বাচনের সময় আমিই গভর্মেন্ট। আমি কারো কথা শুনতে বাধ্য নই। আমি বিবেকের কথা শুনি, জনগণের কথা ভাবি। আমিও মনে করি, হাবিবুল আউয়ালকে একইভাবে আমরা ভবিষ্যত টি এইচ সেশন হিসেবে দেখতে যাচ্ছি।
সূত্র: আমাদের সময়