জঙ্গিদের নিশানায় বঙ্গবন্ধুর সমাধি: টুঙ্গিপাড়ায় ঝটিকা অভিযানের মহাপরিকল্পনা
সারাদেশে শয়তানের খোঁজ চলছে, ধরা পড়ল কত!
১০ নভেম্বর আওয়ামীলীগের বিক্ষোভ কর্মসূচী ঘোষনা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ‘কিশোর গ্যাং বলল আওয়ামীলীগ
এই আন্দোলন এখন নিরীহ মানুষ হত্যার বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন
১০ শতাংশ ভোটার কমাতে সক্ষম হয়েছে বিএনপি
মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে আগুন: কেঁদে কেঁদে মিজান বললেন, ‘জাতির কাছে বিচার দিতে এসেছি’
এডিসি হারুনের পরিবার বিএনপি-জামায়াত: রাব্বানী
বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন : সরগরম হয়ে ভারতের গণমাধ্যম
জঙ্গি নাটক সাজিয়ে পশ্চিমা বিশ্ব ও ভারতকে দেখাতে চায় সরকার: মির্জা ফখরুল
মোঃ শহর আলী 15.Dec.2020; 03:37:46
ভিকারুন নিসা নুন স্কুল এন্ড কলেজে 2021 সালে প্রথম শ্রেণীর ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে।
ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজে ২০২১ সালে প্রথম শ্রেণিতে সকল শাখার বাংলা ও ইংরেজি মাধ্যমে (প্রভাতি ও দিবা। শাখায় ভর্তির জন্য আবেদন পত্র আহ্বান করা হয়েছে। (ইংরেজি মাধ্যম শুধুমাত্র মূল শাখায় অবস্থিত) প্রথম শ্রেণিতে ভর্তির জন্য উন্মুক্ত লটারির মাধ্যমে সরকারী নীতিমালা মােতাবেক প্রার্থী নির্বাচন করা হবে। অনলাইনে আবেদনের সময় ও আগামী ২০ ডিসেম্বর ২০২০ সকাল ১০:০০টা থেকে ২৫ ডিসেম্বর ২০২০ রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত। ভর্তির আবেদন ফরম online এ পাওয়া যাবে। আবেদন পত্র ও ফরম পূরণের জন্য online address WWW.Vnsc.edu.bd (আবেদন ফরম পূরণের নির্দেশিকা ও ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি উক্ত address এ পাওয়া যাবে।) আবেদনকারীর বয়স : যাদের জন্ম ১ জানুয়ারী, ২০১৪ থেকে ৩১ ডিসেম্বর, ২০১৪ এর মধ্যে শুধুমাত্র তারাই আবেদন করতে পারবে। | সকল প্রার্থীর জন্য জন্ম নিবন্ধনের সত্যায়িত কপি আবেদন ফরমের সাথে জমা দিতে হবে।
আবেদনকারীর বয়স নির্ধারিত বয়সসীমার উর্ধ্বে বা নিম্নে প্রমাণিত হলে আবেদনপত্রটি বাতিল করা হবে। কেবল মাত্র নির্ভুল এবং সম্পূর্ণ পূরনকৃত ফরম গ্রহণযােগ্য হবে। একজন প্রার্থী বাংলা অথবা ইংরেজি মাধ্যমের যে কোন একটি শাখায় একটি শিফট (প্রভাতী/দিবা) এর জন্য আবেদন করতে পারবে। কোনক্রমেই একাধিক শাখা ও শিফটের জন্য আবেদন করতে পারবে না। একাধিক আবেদন করার অভিযোেগ প্রমাণিত হলে তার সকল আবেদন বাতিল বলে গণ্য হবে। অভিভাবকবৃন্দকে নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী online এ ফরম পূরণ করতে হবে। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোন ক্রমেই আবেদন ফরম পূরণ করা যাবে না।আরও পড়ুন : Motijheel Ideal School and College Admission 2023 আরও পড়ুন : মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজে 2021 শিক্ষাবর্ষে ভর্তির নোটিশ
প্রার্থীর সদ্য তােলা Passport size ছবি আবেদন পত্রের সাথে online এ upload করতে হবে। মােবাইল ব্যাংকিং রকেট’ মাধ্যমে নির্ধারিত ফি রকেট Biller ID: 1952 তে প্রদান করতে হবে। নির্ধারিত ফি এর কম বেশি প্রদান করলে প্রবেশ পত্র সংগ্রহ করা যাবে না।
মুক্তিযােদ্ধা, বােন, সেবা অঞ্চল, প্রতিবন্ধি ও শিক্ষামন্ত্রণালয় কোটার জন্য আলাদা option থাকবে। উক্ত বিভিন্ন কোটার জন্য সত্যায়িত প্রমাণপত্র নির্ধারিত দিনে ফরমের সাথে জমা দিতে হবে। একজন প্রার্থী কেবলমাত্র ১টি কোটা select করতে পারবে। আবেদন পত্র জমা দেওয়ার সময় আবেদনপত্রে উল্লেখিত Selected কোটার নির্ধারিত কাউন্টারে আবেদন পত্রটি জমা দিতে হবে।
বিজ্ঞপ্তি