সর্বশেষ সমাচার

যৌবন ফিরবে ভাতেই

.$posted_by. মোঃ শহর আলী 11.Dec.2020; 01:36:13

ঝলমলে চুল এবং নিখুঁত ত্বকের কারণেই কিন্তু সুন্দর দেখাবে আপনাকে। যে উপাদানটি সবচেয়ে বেশি কাজ দেবে আপনার,  তা হল ‘ভাত’। অবাক হচ্ছেন, মনে হচ্ছে প্রলাপ? একদমই নয়। ভাতের তৈরি ফেস প্যাক জেল্লা ফেরাবে আপনার ত্বকের।

আসুন তাহলে জেনে নিই সেই ফেসপ্যাকটির কথা,যে জিনিসটি সপ্তাহে ১বার ব্যবহার করলে থাকবে আজীবন যৌবনের নিশ্চয়তা।

উপকরণ:

৩ টেবিল চামচ ভাত
১ টেবিল চামচ মধু
১ টেবিল চামচ গরম দুধ

প্রথমে ভাত রান্না করুন। এবার ভাত থেকে মাড় ফেলে দিন। গরম ভাত চটকে নিন, না হলে পরে শক্ত হয়ে যাবে। এর সঙ্গে হালকা গরম বা উষ্ণ দুধ এবং মধু দিয়ে ভাল করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন।


আরও পড়ুন : এক বউয়ের পাঁচ স্বামী!
আরও পড়ুন : রাতে ভাল ঘুম হয় না! দেখন সমাধান

এরপর, ঠান্ডা হলে ভাল করে মুখে মাখুন। বেশ কিছুক্ষণ রাখার পর শুকিয়ে এলে ধুঁয়ে ফেলুন। তারপর কোনও টোনার বা হালকা ময়েশ্চারাইজার লোশন লাগিয়ে নিন। 

 

সংগৃহীত

এ বিষয়ে আরো খবর