সর্বশেষ সমাচার

ভলান্টিয়ার ফর বাংলাদেশ রংপুরের উদ্যোগে জাগো ফাউন্ডেশন স্কুলে বিশ্ব শিশুদিবস পালিত

.$posted_by. এস,জে,কে বব্রু বাঁধন সিংহ 19.Nov.2019; 12:41:35

প্রতি বছর সারা বিশ্বে বিভিন্ন দেশে বিশ্ব শিশু দিবস পালিত হয় এরই ধারাবাহিকতায় ভিবিডি রংপুরের উদ্যোগে আজ দিনভর শিশুদের নিয়ে একটি প্রজেক্ট সফলভাবে সম্পন্ন হয়েছে। রংপুর জেলার রামকৃষ্ণপুর গ্রামে অবস্থিত জাগো ফাউন্ডেশন স্কুলের শিশুদের নিয়ে ১৯ নভেম্বর ২০১৯, বেলা ২.০০টা থেকে শুরু হয়ে বিকেল ৫.০০ টা পর্যন্ত ক্রীড়া প্রতিযোগিতা , চোখ বেঁধে হাড়ি ভাঙ্গা প্রতিযোগিতা ও বুদ্ধির খেলা প্রতিযোগিতা সহ শিশুদের সাথে আনন্দঘন পরিবেশে স


আরও পড়ুন : সারাদেশে শয়তানের খোঁজ চলছে, ধরা পড়ল কত!
আরও পড়ুন : ১০ নভেম্বর আওয়ামীলীগের বিক্ষোভ কর্মসূচী ঘোষনা

লভাবে সম্পন্ন হয়। এতে শিশুরা স্বতঃফূর্ত অংশগ্রহণ করে। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের সহ সকল শিশুদের পুরস্কার বিতরণ করা হয়। এ সময় জাগো ফাউন্ডেশন স্কুলের প্রজেক্ট অফিসার ,শিক্ষকবৃন্দ, শিশুদের অভিভাবকবৃন্দ , ভিবিডি রংপুর জেলার বোর্ড মেম্বার ও ভলান্টিয়ারগণ উপস্থিত ছিলেন ।

এ বিষয়ে আরো খবর