সর্বশেষ সমাচার

এরশাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক

.$posted_by. মোঃ শহর আলী 12.Jul.2019; 07:56:44

সিএমএইচ হাসপাতালে ভর্তি জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। শুক্রবার বেলা ১২টার দিকে জাতীয় পার্টির চেয়ারম্যানের বনানী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা জানান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের।

তিনি বলেন, সকালে সিএমএইচে গিয়ে চিকিৎসকদের সঙ্গে কথা বলেছি। তারা জানিয়েছেন, এরশাদের অবস্থা আশঙ্কাজনক। তার শরীরের কোনও অঙ্গ ঠিক মতো কাজ করছে না, কৃত্রিমভাবে চলছে।

গত ২২ জুন থেকে ৯০ বছর বয়সী এরশাদ সিএমএইচে চিকিৎসাধীন। এরশাদ হিমোগ্লোবিন-স্বল্পতা, ফুসফুসে সংক্রমণ ও কিডনির জটিলতায় ভুগছেন। তার রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম। তার অস্তিমজ্জা পর্যাপ্ত হিমোগ্লোবিন উৎপাদন করতে পারছে না। তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়।


আরও পড়ুন : সারাদেশে শয়তানের খোঁজ চলছে, ধরা পড়ল কত!
আরও পড়ুন : ১০ নভেম্বর আওয়ামীলীগের বিক্ষোভ কর্মসূচী ঘোষনা

জিএম বলেন, সাবেক এই রাষ্ট্রপতির কিডনি, লিভারসহ অন্যান্য অর্গান (অঙ্গপ্রত্যঙ্গ) এখনো কাজ করছে না বলে তার সার্বিক অবস্থা যন্ত্রের মাধ্যমে স্বাভাবিক রাখা হয়েছে।

ইত্তেফাক/এমআরএম

এ বিষয়ে আরো খবর