সর্বশেষ সমাচার

সাতক্ষীরাতে ভাইয়ের হাতে ভাই খুন

.$posted_by. এম আকাশ 27.May.2019; 03:59:58

এম আকাশ ,সাতক্ষীরা 

২৭/০৫/২০১৯ সোমবার।

                                        সাতক্ষীরাতে ভাইয়ের হাতে ভাই খুন

সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বন্দকাটী গ্রামে পারিবারিক কলহের জের ধরে বড় ভাইয়ের হাতে খুন হয়েছে ছোট ভাই। স্থানীয় গ্রাম পুলিশ ও ইউপি সদস্য সূত্রে জানা গেছে, বন্দকাটি গ্রামের মৃত মোহাম্মাদ আলী গাজীর পুত্র আক্কাস আলী গাজীর সাথে বড় ভাই আজগর আলীর কথা কাটাকটির ঘটনা ঘটে ২৬ মে বিকালে ছাগলে লাউগাছ খাওয়া নিয়ে।

এরই জের ধরে রাত ৮ টায় দুই ভাই ও উভয়ের পরিবারের মাঝে সংঘর্ষ বাঁধে। এসময় বড় ভাই আজগর আলীর দায়ের কোপে ছোট ভাই আক্কাস আলী নিহত হয়। খবর পেয়ে কালিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃত দেহ নিজেদের দায়িত্বে নিয়েছে এবং জিজ্ঞাসা বাদের জন্য হত্যাকারী আজগরের স্ত্রী নূর জাহান বেগম কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। শেষ খবর পাওয়া পর্যন্ত কালিগঞ্জ থানা পুলিশ লাশ নিয়ে থানায় আসার জন্য প্রস্তুত নিচ্ছে।


আরও পড়ুন : সারাদেশে শয়তানের খোঁজ চলছে, ধরা পড়ল কত!
আরও পড়ুন : ১০ নভেম্বর আওয়ামীলীগের বিক্ষোভ কর্মসূচী ঘোষনা

এ বিষয়ে আরো খবর