সর্বশেষ সমাচার

জেগে উঠে বেরিয়ে আয় (কবিতা)

.$posted_by. মোঃ শহর আলী 20.Sep.2019; 04:45:52

শীতের রাতে আন্ধা পুকুরে

কচুরি পানার তলে,

কালো চুলের ভিতর ঢুকে,

 ঘুমিয়ে আছো ভুলে!

 

ঊষাকালে চাষার ছেলে

কাটতে কচুরি পানা

ডাঙ্গায় তোরে আনবে তুলে

তোর ডেরায় দেবে হানা।

 

শীতের ভয়ে কাবুরে তুই

ভীতু কালো রাতে!

বেঁচে আছিস মরার মতো

কী লাভ আছে তাতে?

 

জানবি যদি আছিস কোথা,

দেখে নে তোর পুকুর খানা

কোথায় আছে সবুজ পানি,


আরও পড়ুন : আজকে না হয় নাই হল
আরও পড়ুন : জল ছাড়া বৃষ্টি

কোথায় তোর কচুরি পানা!

 

কথন হেথায় সূর্য উঠে

তাড়িয়ে দেবে শীত,

ভয়ের কালো দূর করে

গাইবে সুখের গীত!

 

বেচেঁ থাকাই বড় ভয় তোর

কেন শীতের ভয়!

জেগে উঠে বেরিয়ে আয়

দেখবি, হবেই জয়।

 

এ বিষয়ে আরো খবর