সকাল বেলা উঠে দেখি বেলা বেশি নাই।
পূব গগনে সুরুজ উঠে পূব গগনে ডোবে
দিনটা আমার পূর্ন হয় না কি করিবো ভবে?
ভেবে ভেবে সময় কাটে কোনটাকে সামলাই!
সকাল সকাল বিকাল হলো
সকল কর্ম জমে রইলো
শুরুর আগে দিন ফুরোল কেমনে করি কাজ
যৌবন কালে মুখ মন্ডলে চর্মে পড়ে ভাজ,
কাজের ফর্দ ফেলে দিয়ে কাজে লেগে যাই।
সকাল বেলা উঠে দেখি বেলা বেশি নাই।
আমার আগে সূরুজ উঠে
ভোরের পাখি বনে ছোটে
ভ্রমরেরা মধু নিয়া আসিলো ফিরিয়া
সকালেই সন্ধ্যে হলো যাবো কি করিয়া!
ঘুমের মাঝে দিন কাটে সময় কোথা পাই?
সকাল বেলা উঠে দেখি বেলা বেশি নাই।
সর্বনাশা ঘুম করে সর্বনাশ
কি করিবো আর ছাড়ি দীর্ঘশ্বাস
আগে যদি জানতামরে ঘুম পাত্তা কি দেই তোরে!
অলসতা ভেঙ্গে আমি উঠে পড়তাম ভোরে।
ভাবিতেছি বসে বসে কি করিবো তাই।
সকাল বেলা উঠে দেখি বেলা বেশি নাই।