সর্বশেষ সমাচার

এবারের নির্বাচন হোক আগুন সন্ত্রাসের বিপক্ষে

তাহসিনা তাবাসসুম 21.Dec.2023; 07:41:45

”আমার এলাকায় আমার পছন্দের লোক সংসদ সদস্য পদে নির্বাচন করছেন, কিন্ত তার কোনো শক্তিশালী প্রতিপক্ষ নেই। সামান্য কিছু ভোট পেলেই তিনি জিতে যাবেন। আমি কষ্ট করে ঢাকা থেকে ভোট দেয়ার জন্য এলাকায় যেতে চাই না।”

কিংবা

”আমার এলাকায় আমার পছন্দের লোক নির্বাচন করছেন না বা মনোনয়ন পান নাই, তাই ঢাকা থেকে এলাকায় ভোট দিতে যাবো না।”

-এসব চিন্তা এখন মাথা থেকে মুছে ফেলতে হবে। কারণ:

ক) দেশের বিরুদ্ধে চরম ষড়যন্ত্র শুরু হয়েছে।

খ) একটি মহল নির্বাচন বানচাল করার নামে গাড়িতে ট্রেনে আগুন দিয়ে মানুষ মারছে।

গ) পশ্চিমারা ষড়যন্ত্রের শরীক হয়েছে।

ঘ) দেশের শত্রুরা ব্যাংকে টাকা না রাখতে গুজব ও মিথ্যা প্রচারণা চালাচ্ছে।

ঙ) দেশের শত্রুরা ফেইসবুক ও ইউটিউবে মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করছে, তারা ব্যাংকের মাধ্যমে দেশে টাকা না পাঠানোর পরামর্শ দিচ্ছে।

চ) একাত্তরের শত্রুরা আবারো ঐক্যবদ্ধ হচ্ছে।

ছ) দেশের উন্নয়নকে জনগণের কাছে ম্লান করে দেয়ার নিকৃষ্ট ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে স্বাধীনতা বিরোধীরা।

ঝ) নির্বাচন বানচালের চেষ্টাকারী গ্রুপ নিজেদেরকে ইসলামী ভাবধারার দল হিসেবে দেশের সহজ সরল মানুষের কাছে পরিচয় দেয়। কিন্তু গাজায় ইসরায়েলীরা যখন নির্মমভাবে হাজার হাজার নারীশিশু হত্যা করছে তখন তারা ইসরায়েলের বিপক্ষে একটা কথাও বলেন না। গাজাবাসীর জন্য ন্যুনতম সহমর্মিতা জানান না।

ঞ) নির্বাচন বানচালের চেষ্টাকারীরা ইসরায়েলের দালাল, ইহুদীদের দালাল।

 

কাজেই এবারের নির্বাচন হোক -

আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে

ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে

স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে

দেশ বিরোধীদের বিরুদ্ধে

ভন্ড, লেবাসধারী মিথ্যাবাদীদের বিরুদ্ধে।

 

সুতরাং আমরা ঢাকা থেকে কষ্ট করে হলেও এলাকায় যাবো ভোট দেয়ার জন্য। আগুন সন্ত্রাসীদের বিরুদ্ধে ভোট দেয়ার জন্য। যারা নির্বাচন করছেন তাদের মধ্যে যাকে পছন্দ তাকেই ভোট দিবো। ভোট দিয়ে নির্বাচন বানচালের চেষ্টাকারী, দেশবিরোধী অগ্নিসন্ত্রাসীদের জানিয়ে দিতে চাই “আমরা আগুন সন্ত্রাস কে সমর্থন করি না, আমরা ইহুদীদের দালাল নই, আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশকে ভালবাসি, দেশের উন্নয়নের পক্ষে আছি”।

 

-মতামত

 

 

আরো